বার্মিংহাম, ২ অগাস্ট : অস্ট্রেলিয়ার কাছে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে কমনওয়েলথ ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছে হরমনপ্রীত সিংয়ের ভারত। বুধবার মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় মেয়েদের সামনে বার্বাডোজ। ভারতের মতো ক্যারিবিয়ান দলটিও দু’টি ম্যাচ খেলে একটিতে জিতেছে এবং একটি হেরেছে। তাই এই ম্যাচে যে দল জিতবে তারাই প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে যাবে।
আরও পড়ুন-লন বোলে ঐতিহাসিক সোনা, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
এজবাস্টনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মিডল অর্ডারের পরীক্ষা হয়নি। কারণ, পাকিস্তান মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যাওয়ায় মিডল অর্ডার পরীক্ষার মুখে পড়েনি। ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করেই জয়ের রান তুলে দেয় ভারত। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অধিনায়ক হরমনপ্রীত ছাড়া বাকিরা রান পাননি। তাই বার্বাডোজের বিরুদ্ধে মিডল অর্ডার ব্যাটারদের পারফরম্যান্সে উন্নতি চায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। বোলারদের ফর্ম নিয়ে অবশ্য নিশ্চিন্ত হরমনরা। রেণুকা সিং, রাধা যাদব, স্নেহ রানারা বল হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন। এদিকে, বার্বাডোজের অলরাউন্ডার দিয়ান্দ্রা ডটিন সোমবারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁর জন্যই ভারতের বিরুদ্ধে ম্যাচটি জিততে মরিয়া ক্যারিবিয়ান দলটি।