আজ নতুন লড়াই কিবুর দলের

স্প্যানিশ কোচ ফুটবলারদের বলেছেন, ফুটবলে সব দিন সমান যায় না। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে সামনে তাকাতে হবে। নতুন উদ্যমে ঝাঁপাতে হবে বুধবারের ম্যাচে।

Must read

প্রতিবেদন : কলকাতা লিগের প্রথম ডিভিশনে বুধবার নতুন লড়াইয়ে নামছে ডায়মন্ড হারবার এফসি। প্রতিবক্ষ এবার হাওড়া ইউনিয়ন।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব প্রথম ম্যাচে পোর্ট ট্রাস্টকে হারিয়ে
দাপটে লিগ অভিযান শুরু করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে অনুশীলনীর সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারায় ডায়মন্ড হারবার। বুধবারের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া কিবু ভিকুনার দল।

আরও পড়ুন-চানু দিদি জুতো কিনে দিয়েছিল: বিন্দিয়ারানি

স্প্যানিশ কোচ ফুটবলারদের বলেছেন, ফুটবলে সব দিন সমান যায় না। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে সামনে তাকাতে হবে। নতুন উদ্যমে ঝাঁপাতে হবে বুধবারের ম্যাচে। লিগে এখনও অনেক ম্যাচ আছে। হাওড়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচটি হবে বিধাননগর পুরসভার মাঠে। ফলে হোম ম্যাচের সুবিধা পাবে কিবুর দল। কারণ, এই মাঠেই নিয়মিত অনুশীলন করে ডিএইচএফসি। তবে এই ম্যাচের আগেও চোট, অসুস্থতা রয়েছে দলে। প্রথম ম্যাচের গোলদাতা তুহিন শিকদার এখনও সুস্থ হয়ে ওঠেননি। তিনি বুধবারের ম্যাচেও নেই।

আরও পড়ুন-নতুন পথচলা শুরু ইস্টবেঙ্গলে

নুরউদ্দিনের চোটও এখনও সারেনি। কিছুটা স্বস্তির খবর, অভিজ্ঞ তীর্থঙ্কর সরকার চোট সারিয়ে সুস্থতার পথে। বুধবার সকালে তাঁর চূড়ান্ত ফিটনেস দেখে কোচ সিদ্ধান্ত নেবেন ম্যাচে তীর্থঙ্করকে বেঞ্চে রাখবেন কি না। সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল বললেন, ‘‘আগের ম্যাচে আমাদের সব কিছু ঠিকঠাক হয়নি। প্রথম ম্যাচ দাপটে জেতার পর হয়তো একটু অতিরিক্ত আত্মবিশ্বাস চলে এসেছিল ফুটবলারদের মধ্যে। সেটা ছেলেরা বুঝেছে। সবাই চাঙ্গা। লম্বা লিগে রেজাল্ট সব সময় অনুকূলে নাও থাকতে পারে। তবে বুধবারের ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়াতে তৈরি। পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব আমরা।’’ কিবুর সহকারী জানিয়েছেন, প্রথম একাদশে কিছু বদল হতে পারে। কোচ বুধবার সবার ফিটনেস দেখে দল বাছবেন।

Latest article