সংবাদদাতা, কাঁথি : কাঁথি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে (Dilip Bera in Police Custody) জেল হেফাজতের নির্দেশ দিল তমলুক আদালত। হিসাববহির্ভূত সম্পত্তির অভিযোগে দুর্নীতি দমন আইনে কাঁথির ধর্মদাসবাড়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল কাঁথি থানার পুলিশ। ১২ দিন পুলিশ হেফাজতের পর বুধবার তাঁকে তমলুক আদালতে তোলা হয়। উল্লেখ্য, কাঁথি শহরে রাঙামাটি শ্মশানকাণ্ডেও গত ২৯ জুন তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল কাঁথি থানায়। ৩০ জুন গ্রেফতার হন দিলীপ। ১৪ জুলাই কাঁথি এসডিজেএম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। ফের দুর্নীতি দমন আইনে পুলিশের জালে ধরা পড়েন তিনি। তদন্তে নেমে দিলীপবাবুর (Dilip Bera in Police Custody) সম্পত্তি দেখে চমকে যান তদন্তকারী পুলিশ আধিকারিকরা। কী করে তিনি এত সম্পত্তি ও টাকার মালিক হলেন সে নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তাঁর ব্যাঙ্কের লকার তল্লাশির জন্য কাঁথি থানাকে অনুমতি দিয়েছে আদালত। তবে পুলিশি হেফাজতে থাকার সময়ে দিলীপকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে। এই মামলার তদন্তে দিলীপ ও তাঁর পরিবারের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে বিশদে খোঁজখবর করছে কাঁথির পুলিশ। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, ‘লকার তল্লাশির জন্য নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুন: প্রদীপ মজুমদার মন্ত্রী হওয়ায় বাড়ল কৃষিনির্ভর শিল্প-সম্ভাবনা