বড় জয় ডায়মন্ড হারবারের

ডায়মন্ড হারবার ৪ হাওড়া ইউনিয়ন ০

Must read

প্রতিবেদন : অনুশীলনীর বিরুদ্ধে পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ডায়মন্ড হারবার এফসি। বুধবার বিধাননগর পুরসভার মাঠে প্রথম ডিভিশন কলকাতা লিগের ম্যাচে হাওড়া ইউনিয়নকে (DHFC vs Howrah Union) ৪-০ গোলে বিধ্বস্ত করল কিবু ভিকুনার দল। ডায়মন্ড হারবারের হয়ে জোড়া গোল করেন সফিক আলি গায়েন। বাকি তিন গোলদাতা অনন্ত মুরলী এবং বিক্রমজিৎ সিং। ৩ ম্যাচে ৭ পয়েন্ট কিবুর দলের।

আরও পড়ুন: কাঁথিকাণ্ড: দিলীপের এবার জেল হেফাজত

শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ডায়মন্ড হারবারের (DHFC vs Howrah Union) হাতে। বিক্ষিপ্ত ভাবে হাওড়া প্রতিআক্রমণে উঠলেও কিবুর দলের ডিফেন্স জমাট থাকায় বিপদের সম্ভাবনা ছিল না। এদিন প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন করেন কিবু। সফিক, সলমন, সৌরভ দাস, দীপাঞ্জন নস্কররা শুরু করেন। বল ধরে পাসিং ফুটবলকে অস্ত্র করেই হাওড়ার ডিফেন্স ভাঙার চেষ্টা করেন কিবুর ছেলেরা। তবে গোলের লকগেট খুলতে ৪৫ মিনিটেরও বেশি সময় লেগে যায় ডায়মন্ড হারবারের। প্রথমার্ধের ইনজুরি টাইমে অভিষেক দাসকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় কিবুর দল। নিখুঁত শটে গোল করতে কোনও ভুল করেননি সফিক। বিরতির পর আক্রমণে আরও ঝাঁঝ বাড়ে ডায়মন্ড হারবারের। অনবদ্য ফুটবল খেলেন শেখ সলমন, অনন্ত মুরলীরা। হাওড়াকে ম্যাচে ফেরার সুযোগই দেয়নি কিবুর দল। ৪৯ মিনিটে অনন্তর গোলে ব্যবধান ২-০ করে ডায়মন্ড হারবার। মিনিট চারেক পর ফের সফিকের গোল। গোলের ব্যবধান বাড়িয়ে ৩-০ করে ডায়মন্ড হারবার। ম্যাচের শেষ লগ্নে ৮৭ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন বিক্রমজিৎ। প্রাক্তন ফুটবলার তথা ডায়মন্ড হারবার ক্লাবের সচিব মানস ভট্টাচার্য বললেন, ‘‘আগের ম্যাচে যে ভুলগুলো করেছিল ছেলেরা তা এদিন করেনি। পাসিং প্রায় নিখুঁত হয়েছে। গোলের সুযোগও কাজে লাগিয়েছে। যত সময় যাবে, আমাদের দল আরও ভাল খেলবে। আমাদের লক্ষ্য, প্রথম ছয়ে থেকে সুপার সিক্স নিশ্চিত করা।’’

Latest article