রাজভবনে শপথ নিয়ে পূর্ণমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন , পার্থ মন্ত্রী হওয়ায় উল্লাস কাঁচরাপাড়ায়

Must read

সংবাদদাতা, বারাকপুর : বুধবার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক(Partha Bhowmik) পূর্ণমন্ত্রী হলেন। তিনি রাজভবনে শপথবাক্য পাঠ করার পরই বাজি ফাটিয়ে মিষ্টিমুখ করলেন এলাকার বাসিন্দারা। তাঁদের সঙ্গে আনন্দে মাতলেন কাঁচরাপাড়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পুরসভার পুর পারিষদ সদস্য দিলীপ ঘোষ, দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কাঁচরাপাড়ার সভাপতি তন্ময় ভট্টাচার্য-সহ তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা। বুধবার রাজ্য মন্ত্রিসভায় নতুন আটজনকে অন্তর্ভুক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকাতেই ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নেতা এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। বুধবার তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ নেওয়ার পর থেকেই গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে শুরু হয় উৎসবের আনন্দ। কয়েকদিন আগেই ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার জেলা সভাপতির পদ থেকে পার্থ ভৌমিককে সরিয়ে সেই জায়গাটা ফাঁকা রাখেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারপরই বুধবার রাজ্য মন্ত্রিসভায় তাঁকে নতুন মন্ত্রীর দায়িত্ব দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক মন্ত্রী হওয়ার পরই ভাটপাড়া বিধানসভার ৯ নম্বর ওয়ার্ডের জেলা পরিবহণ সদস্য প্রিয়াঙ্গু পান্ডের নেতৃত্বে তাঁকে অভিনন্দন এবং অভ্যর্থনা জানানো হয়। এলাকা জুড়ে আতশবাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। সবাইকে মিষ্টিমুখ করানো হয় দলের তরফে। তাঁদের প্রিয় নেতা পার্থ ভৌমিকের (Partha Bhowmik) মন্ত্রিত্বলাভে উচ্ছ্বাসে মেতে উঠে আনন্দ প্রকাশ করেন।

আরও পড়ুন: কাঁথিকাণ্ড: দিলীপের এবার জেল হেফাজত

Latest article