গুজরাটে গেমিং জ়োনে আগুন, ১২ শিশু-সহ ২৭ জন মৃত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শেষ পাওয়া খবর অনুযায়ী ২৭ জনের মৃত্যু হয়েছে। রাজকোট পুলিশ সূত্রে খবর, টিআরপি গেমিং জ়োন থেকে এখনও পর্যন্ত ২০টি দেহ উদ্ধার হয়েছে।

Must read

ভোটের আবহের গুজরাটের (Gujrat) রাজকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করল শনিবার রাতে। শেষ পাওয়া খবর অনুযায়ী ২৭ জনের মৃত্যু হয়েছে। রাজকোট পুলিশ সূত্রে খবর, টিআরপি গেমিং জ়োন থেকে এখনও পর্যন্ত ২০টি দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। সূত্রের খবর, গেমিং জ়োনে থাকা একটি এসি থেকে এই আগুন লাগে। এসির শর্ট সার্কিট থেকে এই অঘটন ঘটে। খুব দ্রুত ছড়াতে থাকে আগুন। মুহূর্তে আগুনের দাপট গ্রাস করে গোটা গেমিং জ়োন। আগুন লাগার পর প্রায় ১ কিলোমিটার এলাকা পর্যন্ত সেই কালো ধোঁয়া দেখা যায়। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আহতের সংখ্যাও বহু। আপাতত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকার একটি অস্থায়ী কাঠামো রয়েছে সেটা ভেঙে পড়ে গিয়েছে। তার ফলে আগুন নেভানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এলাকায় প্রচন্ড হাওয়ার ফলে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছিল। তাই আগুন নেভানোর কাজ এই মুহূর্তে বেশ কষ্টসাধ্য হচ্ছে।

আরও পড়ুন-৭ম দফাতেই বিজেপির কফিনে পোঁতা হবে শেষ পেরেক, হুঁশিয়ারি তৃণমূলের

এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘গুজরাটের রাজকোটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে পেরে আমি হতবাক। এই ঘটনার ফলে বেশ কিছু মানুষের ক্ষতি হয়েছে। গেম জোনে আগুন লেগে ভেতরে অনেকে আটকে রয়েছেন যা প্রকৃতপক্ষে অসহনীয়। এই ভয়াবহ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি মর্মাহত।’

 

Latest article