ধেয়ে আসছে রিমেল, আজ ও কাল বাতিল দিঘার ট্রেন

রবিবার এবং কাল, সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় রিমেল ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রবল বর্ষণেরও সম্ভাবনার আভাস দিয়েছে আবহাওয়া দফতর

Must read

প্রতিবেদন : আজ, রবিবার এবং কাল, সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (WestBengal) উপকূলবর্তী এলাকায় রিমেল (Remal) ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রবল বর্ষণেরও সম্ভাবনার আভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে এই প্রতিকূল পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব রেল একাধিক ট্রেন বাতিল এবং যাত্রাপথে বদলের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার দক্ষিণ-পূর্ব রেল আপ ও ডাউনে তিন জোড়া ট্রেন বাতিল করেছে।

আরও পড়ুন-বিশ্বকাপে রওনা হলেন রোহিতরা

এর মধ্যে রয়েছে হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস এবং দু’জোড়া পাঁশকুড়া-দিঘা মেমু স্পেশাল। এর পাশাপাশি সোমবার ঝড়ের জন্য বাতিল থাকবে দিঘা-পাঁশকুড়া এক জোড়া স্পেশাল ট্রেন। এছাড়া রবি ও সোমবার দুদিনই পুরী-দিঘা সাপ্তাহিক এক্সপ্রেস খড়্গপুর থেকে যাত্রা শুরু করবে। ঝড়ের মোকাবিলায় দক্ষিণ-পূর্ব রেল প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানায়।

Latest article