মোদীরাজ্যে গেমিং পার্লারে দাহ্য পদার্থ, চারদিকে পোড়া মাংসের গন্ধ

শনিবার গুজরাটের (Gujrat) রাজকোটে (Rajkot) ভয়াবহ আগুন লাগে টিআরপি গেমিং জ়োনে। এদিন রাতভর চলে আগুন নেভানো ও উদ্ধারকাজ।

Must read

শনিবার গুজরাটের (Gujrat) রাজকোটে (Rajkot) ভয়াবহ আগুন লাগে টিআরপি গেমিং জ়োনে। এদিন রাতভর চলে আগুন নেভানো ও উদ্ধারকাজ। মনে করা হচ্ছে, গেমিং জ়োনের ভিতরে হয়তো এখনও আরও লাশ পড়ে রয়েছে। মোট কতজনের মৃত্যু হয়েছে, সেটা এখনই আন্দাজ করা যাচ্ছে না। প্রাথমিক তদন্তে একাধিক গাফিলতি উঠে আসছে। দমকল সূত্রে খবর, গেমিং জ়োনে জেনারেটরের জন্য ১৫০০ থেকে ২০০০ লিটার ডিজেল এবং গো কার রেসিংয়ের জন্য ১০০০ থেকে ১৫০০ লিটার পেট্রোল রাখা ছিল। এত দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই আগুন লাগতেই এভাবে ধ্বংস হয়ে যায় সব।

আরও পড়ুন-দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, মৃ.ত ৬ নবজাতক

যেহেতু শনিবার ছিল, তার জন্য প্রবেশমূল্য ছিল ৯৯ টাকা। এই অফারের জন্যই এদিন ভিড় ছিল প্রচুর। বহু শিশুও ছিল সেখানে। কিন্তু সবথেকে বড় সমস্যা হল গেমিং জোন থেকে বের হওয়ার পথ মাত্র ৬ থেকে ৭ ফুট চওড়া। প্রবেশ ও বাইরে বের হওয়ার জন্য একটিই পথ। যার ফলে উদ্ধার কাজে বেগ পেতে হয়েছে রীতিমত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে গেমিং জ়োন এনওসি পেয়েছিল কি না। শহর জুড়ে এমন অনেক গেম জোন আছে সেগুলির নিয়মিত পরিদর্শন ও যাচাই করা হয় না। গেমিং জ়োন দমকলের কাছ থেকে এনওসি পেয়েছিল কিনা বা গেম জোনের ভিতরে কি অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল সেই নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন-সাধু অ-সাধু দ্বন্দ্ব সমাস

এখনও চলছে উদ্ধারকাজ। মেঝেতে রয়েছে রক্ত, পোড়া মাংসের গন্ধ চারদিকে। কোনরকম গোঙানি শুনলেই ছুটেছেন দমকল কর্মীরা। তবু ১২ শিশু সহ ২৭ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর সেখানে একটা অস্থায়ী কাঠামো ভেঙে পড়ে। এর নীচে চাপা পড়ে যান বহু মানুষ। যার ফলে উদ্ধারকাজ আরও কষ্টসাধ্য হয়ে উঠেছে।

Latest article