শাহজাহানপুরে বাস ও ট্রাকের সংঘর্ষ, মৃ.ত ১১

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় লোকজন ও ক্রেনের সাহায্যে উদ্ধারকাজ শুরু হয়। বাসে অনেক শিশু ও মহিলাও ছিলেন।

Must read

শনিবার রাতে উত্তরপ্রদেশের (UttarPradesh) শাহজাহানপুরে একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে একটি ধাবায় দাঁড়িয়ে থাকা বাসের উপরে হঠাৎ করেই উল্টে যায়। এই ঘটনায় চাপা পড়ে ১১ জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, ট্রাকটিতে ব্যাসল্ট নিয়ে যাওয়া হচ্ছিল। বাসে ছিলেন বেশ কিছু পুণ্যার্থী । তারা সকলেই সীতাপুরের বাসিন্দা। তারা উত্তরাখণ্ডে তীর্থ ভ্রমণের জন্য যাচ্ছিলেন। শনিবার রাতে টিকুনিয়া থেকে দেড় কিলোমিটার দূরে গোলা রোডে একটি ধাবায় ই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় তারা দেখেছে রাত ১১টা নাগাদ বাসটি একটি ধাবায় দাঁড়িয়েছিল। পাশের রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে আসছিল ট্রাকটি। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসের উপরে উল্টে যায়।

আরও পড়ুন-মোদীরাজ্যে গেমিং পার্লারে দাহ্য পদার্থ, চারদিকে পোড়া মাংসের গন্ধ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় লোকজন ও ক্রেনের সাহায্যে উদ্ধারকাজ শুরু হয়। বাসে অনেক শিশু ও মহিলাও ছিলেন। ঘটনাস্থলে যান শাহজাহানপুর জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং এবং পুলিশ সুপার অশোক কুমার মীনা। যাত্রীদের খাওয়ার জন্য হাইওয়ের ধারে ধাবায় দাঁড়িয়েছিল বাস। অনেকে নেমেছিলেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় বাসের মধ্যে ঘুমোচ্ছিলেন অনেকে। এর মধ্যেই বাসের উপরে উঠে গেল ট্রাক। চাপা পড়ে মৃত্যু হল ১১ যাত্রীর। আহত কমপক্ষে ১০ জন।

Latest article