দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, মৃ.ত ৬ নবজাতক

দমকলের ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল, সেখান থেকে ১২জন নবজাতককে উদ্ধার করা হয়েছে

Must read

শনিবার রাতে দিল্লির (Delhi) একটি শিশু হাসপাতালে হঠাৎ করেই ভয়াবহ আগুন লাগে। পূর্ব দিল্লির এই ‘বেবি কেয়ার সেন্টারে’ (Baby care centre) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ফলে মৃত্যু হল ৬ শিশুর। গুরুতর জখম আরও ৬ শিশু। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। সূত্রের খবৰ, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দিল্লির ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে খবর আসে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি শিশু হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। শুরু করা হয় উদ্ধারকাজ।

আরও পড়ুন-সাধু অ-সাধু দ্বন্দ্ব সমাস

দমকলের ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল, সেখান থেকে ১২জন নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, জানা যায় ৬ শিশুর মৃত্যু হয়। আশঙ্কাজনক আরও ৬ শিশু। তাদের চিকিৎসা চলছে।দমকলের সূত্রে খবর, দুটি বিল্ডিংয়ে আগুন লেগেছিল। দমকলের ১৬ টি ইঞ্জিন সেখানে যায়। যদিও হাসপাতাল বলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় দমকলকে।

আরও পড়ুন-ধেয়ে আসছে রিমেল, আজ ও কাল বাতিল দিঘার ট্রেন

হাসপাতাল ও তার পাশের একটি বহুতলের দোতলায় আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল হাসপাতালে, সেটা যদিও এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ডিএফএস প্রধান অতুল গর্গ এই মর্মে জানিয়েছেন, মধ্যরাত পর্যন্ত এই উদ্ধার কাজ চলে। বিবেক বিহার এলাকার ব্লক বি আইটিআই-এর কাছে বেবি কেয়ার সেন্টার থেকে আগ্নিকাণ্ডের এসেছে। মোট নয়টি ফায়ার টেন্ডার পাঠানো হয়।

Latest article