বিধায়ক থাকবেন, সভায় আসবেন না! তৃণমূলে দল আসল, ব্যক্তি নয় : নেত্রী

সেইসঙ্গে তিনি বিধায়ক উষারানি মণ্ডলকে চরম সতর্কবার্তা দিলেন। তাঁর সাফ কথা, তৃণমূল নেতা তৈরি করে। একজন চলে যায়, কোটি লোক জন্ম নেয়।

Must read

প্রতিবেদন : দলই আসল, ব্যক্তি নয়। শনিবার বসিরহাটের মিনাখাঁর সভা থেকে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে তিনি বিধায়ক উষারানি মণ্ডলকে চরম সতর্কবার্তা দিলেন। তাঁর সাফ কথা, তৃণমূল নেতা তৈরি করে। একজন চলে যায়, কোটি লোক জন্ম নেয়।

আরও পড়ুন-টানা ১২ দিন অনশনে অসুস্থ হাসপাতালে মমতাবালার কন্যা

এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ জানান, তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন, অথচ মিটিংয়ে আসবেন না? তার সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব দেখে নেবে। যতক্ষণ না ক্ষমা চাইবে, পায়ে না ধরবে, উষারানি মণ্ডলকে আমরা মানি না। বিজেপির সঙ্গে যাঁরা আঁতাঁত করে, তাদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আপনি আর আপনার স্বামী দলটাকে বেচে দেবেন ভেবেছেন? আপনাদের মতো লোক চাই না। আপনারা কী মনে করেন, আপনারা যা করছেন, আমরা সেটাকে সমর্থন করব? আমি অন্য দলের ব্যাপারে যেমন কথা বলি, নিজের দল নিয়েও বলি। তারপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার স্পষ্ট করে দেন, যাদের দায়িত্ব দিয়ে গেলাম, তারা নতুন টিম তৈরি করো। জেলায় যারা আছে, ব্লকে যারা আছে, সুজিত, নুরুল— তোমরা সবাই মিলে দেখে নাও। আর নির্বাচনে জিতে বিজেপির মুখে ভাল করে ঝামা ঘষে দাও।

Latest article