তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চিনের

এদিন দুপুর দেড়টা নাগাদ আচমকাই চিন তাইওয়ান প্রণালীতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। বেজিংয়ের এই আচরণের কড়া নিন্দা করেছে বিভিন্ন দেশ।

Must read

প্রতিবেদন : ন্যান্সি পেলোসি ফিরে যেতেই তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করল চিন। তাইওয়ানকে ঘিরে এতবড় সামরিক মহড়া এর আগে কখনও হয়নি বলেই খবর। বৃহস্পতিবার চিনের স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ লালফৌজ আকাশ এবং জলপথের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এই মহড়া শুরু করে। রবিবার পর্যন্ত টানা চারদিন মহড়া চালবে। মহড়া চলাকালীন আচমকাই লালফৌজ তাইওয়ান প্রণালীতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে। চিনের সরকারি সংবাদমাধ্যম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ আচমকাই চিন তাইওয়ান প্রণালীতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। বেজিংয়ের এই আচরণের কড়া নিন্দা করেছে বিভিন্ন দেশ।

আরও পড়ুন-বিজেপি সাংসদের জরিমানা

জানা গিয়েছে, তাইওয়ান সংলগ্ন জলরাশিতে ছ’টি এলাকায় মহড়া চালানোর জন্য চিহ্নিত করেছে লালফৌজ। বেজিং জানিয়েছে, মহড়া চলাকালীন ওই এলাকা দিয়ে কোনও জাহাজ বা বিমান চলাফেরা করতে পারবে না। প্রসঙ্গত, তাইওয়ান প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে বেশ কিছু জায়গায় তাইওয়ানের ১০ নটিক্যাল মাইল এলাকার মধ্যে ঢুকে পড়েছে চিনা যুদ্ধজাহাজ। একাধিক ভিডিওতে ধরা পড়েছে, তাইওয়ানের আকাশে উড়ে যাচ্ছে একের পর এক চিনা যুদ্ধবিমান। তাইওয়ানের বিদেশমন্ত্রক এই মহড়ার তীব্র নিন্দা করেছে।

Latest article