স্বাধীনতা দিবসে হামলার আশঙ্কা আইবির রিপোর্টে

আইবির ১০ পাতার এক রিপোর্টে জানিয়েছে, জইশ, লস্কর বা অন্যান্য জঙ্গি সংগঠনগুলি ১৫ অগাস্টের আগেই হামলা করতে পারে।

Must read

প্রতিবেদন : ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি পুলিশকে জঙ্গি হামলা নিয়ে সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো। আইবি তার রিপোর্টে জানিয়েছে, স্বাধীনতা দিবসের আগেই লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো বিভিন্ন জঙ্গি সংগঠন হামলা চালাতে পারে। লালকেল্লা ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি করতে পরামর্শ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে।

আরও পড়ুন-তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চিনের

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে লালকেল্লার নানা অংশে এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে দিল্লি পুলিশ। আইবি তার রিপোর্ট জানিয়েছে, জইশ, লস্কর বা অন্যান্য জঙ্গি সংগঠনগুলি ১৫ অগাস্টের আগেই হামলা করতে পারে। তাই লালকেল্লায় প্রবেশের অনুমতি নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই জঙ্গি হামলায় মদত জোগাচ্ছে। জঙ্গিরা বড় মাপের নেতাদের লক্ষ্য করেও হামলা চালাতে পারে। তবে শুধু দিল্লি নয়, বড়সড় হামলা হতে পারে কাশ্মীরেও। আকাশপথেও হামলা চালাতে পারে জঙ্গিরা।

আরও পড়ুন-বিজেপি সাংসদের জরিমানা

আইবির ১০ পাতার এক রিপোর্টে জানিয়েছে, জইশ, লস্কর বা অন্যান্য জঙ্গি সংগঠনগুলি ১৫ অগাস্টের আগেই হামলা করতে পারে। তাই লালকেল্লা-সহ দিল্লির গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বাড়াতে হবে নজরদারি। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এই জঙ্গি হামলায় মদত দিচ্ছে। এমনকী, প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রের জোগানও দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা। লালকেল্লা ছাড়াও গোটা দিল্লিতেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আকাশপথেও হামলা ঠেকাতে চালকবিহীন বিমান বা প্যারাগ্লাইডার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। আইএসআইয়ের তৈরি জঙ্গি সংগঠন লস্কর-ই-খালসার কাছে ইতিমধ্যেই আফগান ফাইটার জেট এসে গিয়েছে বলে গোয়েন্দারা জানিয়েছেন।

আরও পড়ুন-মার্কিন সেনেটের সায়

গোয়েন্দাদের সতর্কবার্তার পর দিল্লি, মুম্বইয়ের মতো শহরগুলির নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। বিশেষত দিল্লির যেসব এলাকায় রোহিঙ্গা, আফগানিস্তান এবং সুদানের নাগরিকরা বসবাস করেন, সেখানে নজর রাখতে বলা হয়েছে। টিফিন বোমা জাতীয় বস্তু নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। দিল্লি পুলিশ এদিন জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। এই ক্যামেরাগুলিতে ফেস ডিটেকশনের ব্যবস্থা রয়েছে। ফলে সন্দেহভাজনদের শনাক্ত করতে সুবিধা হবে।

Latest article