মার্কিন সেনেটের সায়

প্রসঙ্গত, সোভিয়েত রাশিয়াকে রুখতে ১৯৪৯ সালে ন্যাটো সামরিক জোট তৈরি করে আমেরিকা। বর্তমানে ৩০টি দেশ এই গোষ্ঠীর সদস্য।

Must read

প্রতিবেদন : ন্যাটো সামরিক জোটের সদস্যপদ প্রায় নিশ্চিত করে ফেলল ফিনল্যান্ড ও সুইডেন। রাশিয়ার হুমকি সত্ত্বেও বুধবার দুই দেশের সদস্যপদ দেওয়ার প্রস্তাবে সিলমোহর দিয়েছে মার্কিন সেনেট। প্রসঙ্গত, সোভিয়েত রাশিয়াকে রুখতে ১৯৪৯ সালে ন্যাটো সামরিক জোট তৈরি করে আমেরিকা। বর্তমানে ৩০টি দেশ এই গোষ্ঠীর সদস্য।

আরও পড়ুন-পরবর্তী প্রধান বিচারপতি ললিত

ন্যাটোর আইন অনুযায়ী সুইডেন ও ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির জন্য সব সদস্যের সম্মতির প্রয়োজন। এ বিষয়ে এখনও পর্যন্ত সবুজ সংকেত দিয়েছে ২২টি সদস্য দেশ। বাকিরাও দ্রুত সম্মতি দিতে চলেছে বলে খবর। বৃহস্পতিবার ১০০ সদস্যের সেনেটে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোয় অন্তর্ভুক্তির পক্ষে ৯৫টি ভোট পড়ে। দুই দেশের অন্তর্ভুক্তি প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে যে সহযোগিতা দেখা গিয়েছে তা বিশেষ তাৎপর্যপূর্ণ৷

Latest article