সংবাদদাতা, বসিরহাট : বসিরহাট ২ ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে পদ্মবিলের বহু প্রাচীন হাটটির ৫ বিঘা জমি হাতাতে গোপনে ভুয়ো দলিল বানিয়েছিল কিছু জালিয়াত। হাটের চরিত্র বদল করে জমি বিক্রির পরিকল্পনা করেছিল তারা। এই ঘটনা প্রকাশ্যে আসায় গলায় প্ল্যাকার্ড-ফেস্টুন ঝুলিয়ে হাসপাতাল মোড়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন গ্রামাবাসী থেকে কৃষক, ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, ‘জমিদারদের দান করা পাঁচ বিঘা জমির উপরে এই হাট তৈরি হয়েছিল বহু বছর আগে।
আরও পড়ুন-অধিকারীরা কিছু করেননি ছাত্রদের দাবি মেটালেন মন্ত্রী
ইছামতি নদীতে নৌকা চালিয়ে বহু কৃষক এই হাটে তাঁদের বিভিন্ন সবজি, ফসল নিয়ে আসেন এখনও। জেলার বিভিন্ন জায়গা থেকে অনেক কৃষকও আসেন হাটে সবজি বিক্রি করতে। হঠাৎই কিছু অসাধু ব্যবসায়ী হাটের জমির চরিত্র বদল করে ভুয়ো দলিল বানিয়ে আদালতে গিয়েছে। আমরা চাই, প্রাচীন এই হাটটি যেন উঠে না যায়। ইতিমধ্যে প্রশাসন, বিএলআরকে বিষয়টা জানানো হয়েছে।’ পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল বারিক মণ্ডল বলেন, ‘প্রাচীন হাটকে চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা করছে কিছু ঠকবাজ। পরে প্লটিং করে বিক্রি করার তালে আছে তারা।’ বসিরহাট ২ ব্লকের ভূমি ও ভূমিরাজস্ব দফতরের আধিকারিক সুজিতকুমার বিশ্বাস বলেন, ‘বিষয়টা নজরে এসেছে। বিডিও, প্রশাসনকে নিয়ে তদন্ত করে দেখছি।’