পোলিওকে হারিয়ে সুধীরের সোনা জয়

দ্বিতীয় প্রয়াসে তোলেন ২১২ কিলো। সেই সঙ্গে নয়া গেমস রেকর্ড গড়েন তিনি। তবে তৃতীয় প্রচেষ্টায় ২১৭ কিলো ওজন তুলতে পারেননি।

Must read

বার্মিংহাম, ৫ অগাস্ট : শুক্রবার হরিয়ানার সুধীর প্যারা পাওয়ারলিফটিংয়ে গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন। এবারের কমনওয়েলথ গেমসে দশটি পদক জিতে শেষ করেছে ভারতীয় ভারোত্তোলন দল। তার মধ্যে তিনটি সোনার পদক। এবার প্যারা পাওয়ারলিফটিংয়েও এল স্বর্ণপদক। শরীরের ওজনের থেকে ভার বেশি তুললে পয়েন্ট বেশি পাওয়া যায়। সুধীর প্রথম প্রচেষ্টায় ২০৮ কিলো ওজন তোলেন।

আরও পড়ুন-হাটের জমি হাতানোর প্রতিবাদ গ্রামবাসীর

দ্বিতীয় প্রয়াসে তোলেন ২১২ কিলো। সেই সঙ্গে নয়া গেমস রেকর্ড গড়েন তিনি। তবে তৃতীয় প্রচেষ্টায় ২১৭ কিলো ওজন তুলতে পারেননি। ১৩৪.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সোনা জিতে নেন সুধীর। কৃষক পরিবারের সন্তান সুধীর চার বছর বয়স থেকে পোলিও আক্রান্ত। কিন্তু খেলাধুলার প্রতি ভালবাসা, উৎসাহই তাঁকে শারীরিক প্রতিবন্ধকতা জয় করতে সাহায্য করে।

Latest article