বার্মিংহাম, ৭ অগাস্ট : কমনওয়েলথ গেমসে অধরা সোনার লক্ষ্যে সোমবার মাঠে নামছে ভারতীয় পুরুষ হকি দল (Indian Men’s Hockey Team)। আর এই লক্ষ্যপূরণে মনপ্রীত সিংদের কাঁটা ছ’বারের সোনাজয়ী অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, এর আগে আরও দু’বার কমনওয়েলথ গেমসের ফাইনালে উঠেও রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। দু’বারই ভারতীয়রা হেরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার কাছে।
আরও পড়ুন: স্বায়ত্তশাসনের দাবিতে উত্তাল, মণিপুরে বন্ধ ইন্টারনেট পরিষেবা
২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ০-৮ গোলে হারের লজ্জা পেতে হয়েছিল ভারতীয় হকিকে। চার বছর পর গ্লাসগোর ফাইনালে ০-৪ গোলে হেরেছিল ভারত (Indian Men’s Hockey Team)। মনপ্রীতদের সামনে তাই এক ঢিলে দুই পাখি মারার সুবর্ণ সুযোগ। এক— প্রথমবার কমনওয়েলথ হকিতে সোনা জয়। দুই— অস্ট্রেলীয়দের হারিয়ে আগের দু’বারের হারের বদলা নেওয়া। তৃতীয়বারের চেষ্টায় যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে কমনওয়েলথ গেমস থেকে সোনা জিততে পারলে, নতুন ইতিহাস গড়বে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ীরা।
বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ভারতকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। যদিও সেই চ্যালেঞ্জ টপকে ফাইনালে উঠেছেন মনপ্রীতরা। সোনা জয়ের লক্ষ্যে ভারতীয় শিবিরের তুরুপের তাস হতে পারেন ড্র্যাগফ্লিকার হরমনপ্রীত সিং। যিনি ৯টি গোল করে এখনও পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।