দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন ডায়ালিসিস ইউনিট

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Sub Division Hospital) নতুন একটি ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। সরকারি এই হাসপাতালে কিডনির সমস্যায় আক্রান্ত রোগীদের ব্যয়বহুল এই চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। উন্নত রোগী পরিষেবা প্রদান ও হাসপাতালে (Durgapur Sub Division Hospital) শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হচ্ছে বলে মন্ত্রী জানান। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন দুর্গাপুর পুরসভার প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায়, উপপ্রধান, মেয়র পারিষদরা। রানিগঞ্জের মারোয়াড়ি রিলিফ হাসপাতালেও দুটি ডায়ালিসিস ইউনিট চালু করেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। ছিলেন নগর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি শুরু সাংসদের

Latest article