পুজোর আগে রাজ্যে পূর্ত দফতরের অধীনে থাকা সমস্ত উড়ালপুলের আরেক দফা স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পূর্ত দফতরের দায়িত্ব নিয়ে মন্ত্রী পুলক রায় এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গেও তিনি কথা বলেছেন। পুজোর আগেই খুলে যাবে চার লেনের নবনির্মিত টালা ব্রিজ।
আরও পড়ুন-ভিক্টোরিয়ায় টাকা তছরুপ
ফলে গাড়ির চাপ আরও বেশি বাড়বে। কারণ চিৎপুর রোডের অপর একটি সেতুতে চিড় ধরা পড়েছে। এজন্য চিৎপুর সেতুতে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাজ্য সরকার চায় উৎসবের মধ্যে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। এজন্য পূর্তমন্ত্রী ওই নতুন নির্দেশিকা জারি করেছেন সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য।