ধর্ষণ নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) মন্তব্যের তীব্র নিন্দা করল দিল্লি মহিলা কমিশন। গেহলটকে কমিশন স্পষ্ট জানিয়েছে, ধর্ষকদের মতো ভাষা ব্যবহার করা বন্ধ করুন। দেশে ধর্ষণ বেড়ে যাওয়ায় গেহলট বলেন, ধর্ষণের শাস্তি ফাঁসি করার পর থেকেই দেশে ধর্ষণের পরে খুনের ঘটনা বেড়ে গিয়েছে। নির্ভয়া-কাণ্ডে দোষী সাব্যস্তদের ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরও ধর্ষণের পর খুনের ঘটনা বেড়ে গিয়েছে। কারণ ধর্ষকরা মনে করে, ধর্ষিতরা একজন সাক্ষী হয়ে আদালতে নিজেদের বক্তব্য পেশ করে। তাই তাকে খুন করাই ঠিক। কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেছেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) উচিত ধর্ষকদের ভাষা ব্যবহার বন্ধ করা। যেভাবে তিনি নির্ভয়া ঘটনাকে উপহাস করেছেন তাতে ধর্ষিতদের অনুভূতিতে আঘাত লেগেছে। এই ধরনের মন্তব্যের পরিবর্তে মুখ্যমন্ত্রীর উচিত এই আইন কঠোরভাবে প্রণয়ন করা। কারণ রাজস্থানে নিয়মিত প্রচুর ধর্ষণের ঘটনা ঘটে থাকে।