মেরামতির জন্য প্রথমবার মার্কিন যুদ্ধজাহাজ ভারতে

Must read

প্রতিবেদন : প্রথমবার মেরামতির জন্য ভারতে এল মার্কিন যুদ্ধজাহাজ চার্লস ড্রিউ (US Navy Ship Charles Drew)। রবিবার চেন্নাইয়ের কাট্টুপাল্লিতে লারসেন অ্যান্ড টুব্রোর বন্দরে এসেছে মার্কিন জাহাজটি। গোটা ঘটনাকে ভারতীয় জাহাজ প্রস্তুতির ইতিহাসে রেড লেটার ডে হিসাবে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের অনুমান, এর ফলে ভারতীয় বন্দরগুলির পরিষেবা সম্পর্কে আন্তর্জাতিক মহলে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে। ভারতীয় প্রতিরক্ষা সচিব অজয় কুমার, নৌসেনার ভাইস চিফ এস এন ঘোরমাদে-সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক চেন্নাইয়ে মার্কিন জাহাজটিকে স্বাগত জানান। আমেরিকার প্রতিনিধিরাও ছিলেন সেখানে। সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রথমবার মেরামতির জন্য কোনও মার্কিন যুদ্ধজাহাজ ভারতে এল। জাহাজ মেরামতির বরাত দেওয়া হয়েছে লারসেন অ্যান্ড টুব্রোকে। মার্কিন যুদ্ধজাহাজকে স্বাগত জানিয়ে প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন, মার্কিন নৌসেনার জাহাজ চার্লস ড্রিউ (US Navy Ship Charles Drew) ভারতে আসায় আমরা খুবই খুশি। এই ঘটনায় ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। তবে এটাই শুরু। ভারতের জাহাজ তৈরির প্রযুক্তি যে আগের থেকে অনেক উন্নত হয়েছে, মার্কিন নৌবাহিনীর জাহাজ আসায় সেটাই প্রমাণ হল।

আরও পড়ুন: বাংলার প্রতি বঞ্চনা মানছি না, মানব না

অজয় কুমার আরও জানিয়েছেন, বর্তমানে ভারত শুধু নিজেদের প্রয়োজনের জন্যই জাহাজ তৈরি করছে না। যে কোনও ধরনের জাহাজ তৈরির পরিকাঠামো রয়েছে ভারতের কাছে। নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত ও অত্যাধুনিক জাহাজ তৈরির কাজ চলছে। আগামিদিনে জাহাজ বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে ভারত।

Latest article