প্রতিবেদন : বর্ণবৈষম্যের ঘটনায় ফের সরগরম হয়ে উঠল ব্রিটেন। গত দু’বছরে ব্রিটেন পুলিশ (Metropolitan Police) ৬৫০ শিশুকে বিবস্ত্র করে তল্লাশি চালিয়েছে। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই কৃষ্ণাঙ্গ শিশু। আছে শিশুকন্যাও। বেশ কয়েকজন শিশুকন্যার সঙ্গে তল্লাশির নামে অশালীন আচরণের অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই তথ্য সামনে আসতেই ব্রিটেনে শুরু হয়েছে হইচই। তল্লাশির নামে যে সব পুলিশকর্মী অশালীন আচরণ করেছে, তাদের চাকরি থেকে বরখাস্তের দাবি উঠেছে। অভিযোগ উঠেছে, কৃষ্ণাঙ্গ শিশুদের তল্লাশির নামে কার্যত অত্যাচার চালানো হয়েছে। বছর তিনেক আগে ঋতুচক্র চলাকালীন এক নাবালিকাকে চরম হেনস্তা করেছিল সে দেশের পুলিশ। ঘটনার কথা ছড়িয়ে পড়তে দেশজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। সেই ঘটনার পর অনেকেই মনে করেছিলেন, তল্লাশির নামে পুলিশের বাড়াবাড়ি এবার বন্ধ হবে। সেই প্রত্যাশা যে ভুল ছিল, তা আরও একবার প্রমাণ হল। তল্লাশির নামে পুলিশের এই বাড়াবাড়িতে প্রবল ক্ষোভ প্রকাশ করেছে ব্রিটেনের শিশু অধিকার রক্ষা কমিশন। কমিশনের শীর্ষকর্তা রাচেল ডিসুজা জানিয়েছেন, এই খবর যেমন দুঃখজনক, তেমনই ভয়ঙ্কর। তল্লাশির নামে পুলিশ যে বাড়াবাড়ি করেছে কোনওভাবেই সেটা সমর্থন করা যায় না। শুধু শিশু অধিকার রক্ষা কমিশন নয়, ব্রিটেনের মানবাধিকার সংগঠনের তরফেও এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। তল্লাশির নামে পুলিশের এই বাড়াবাড়ির খবরে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠায় মেট্রোপলিটন পুলিশ (Metropolitan Police) জানিয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে আণবিক সন্ত্রাসের অভিযোগ জেলেনস্কির