বিরোধী চাপে স্থায়ী কমিটিতে গেল বিদ্যুৎবিল

Must read

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলির প্রবল আপত্তিতে লোকসভায় সোমবার বিদ্যুৎ সংশোধনী বিল (Electricity Amendment Bill) নিয়ে এগোতে পারল না মোদি সরকার৷ বিরোধী চাপে শেষমেশ বিলটি সংসদীয় শক্তি বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে৷ এবার সেখানে বিলটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে রিপোর্ট পেশ হবে৷ তারপরই পরবর্তী পদক্ষেপের প্রশ্ন৷ তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, এই বিলে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে৷ এই বিলের মাধ্যমে একাধিক বেসরকারি সংস্থাকে বিদ্যুৎ সংযোগের ছাড়পত্র দেওয়ার কথা বলা হয়েছে৷ অর্থাৎ, টেলিকম ক্ষেত্রের মতো এখানেও একাধিক সংস্থা বিদ্যুৎ সংযোগ দেবে৷ যে কোনও একটিকে বেছে নিতে পারবে গ্রাহকরা৷ অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ারস ফেডারেশন, সংযুক্ত কিসান মোর্চা ইতিমধ্যেই এই বিলের (Electricity Amendment Bill) কড়া প্রতিবাদ করে আন্দোলনের হুমকি দিয়েছে৷ লোকসভায় বিলের কড়া বিরোধিতা করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই জনবিরোধী বিল মানা যাবে না৷

আরও পড়ুন: গেহলটের নিন্দা

Latest article