প্রতিবেদন : জেডিইউয়ের সাংসদ, বিধায়ক, নেতাদের সঙ্গে বৈঠকে এনডিএ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন নীতীশ কুমার। ঠিক সেই সময় হঠাৎ ট্যুইট করলেন লালুর মেয়ে রোহিণী আর্য। তিনি লিখলেন, ‘রাজতিলক কা করো তৈয়ারি, আ রহে হ্যায় লণ্ঠনধারী’। যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, এবার বিহারের শাসক হতে চলেছেন লণ্ঠনধারী। লণ্ঠন হল আরজেডির নির্বাচনী প্রতীক।
আরও পড়ুন-এজেন্সি নামিয়ে রাজনীতি, ভয়ানক নজির তৈরি হচ্ছে
সেই ট্যুইটে আরজেডি সমর্থকদের একটি ভিডিও পোস্ট করেছেন রোহিণী। সেখানে তাঁদের ভোজপুরী গান গাইতে দেখা যাচ্ছে। ‘লালু বিন চালু এ বিহার না হোই’ অর্থাৎ লালুকে ছাড়া বিহার চলবে না। লালুর পাশাপাশি রয়েছে তেজস্বীর ছবিও। রোহিণীর বক্তব্যেই স্পষ্ট হয়ে যায়, পাঁচ বছর পরে আবার পটনায় ক্ষমতার অংশীদার হতে চলেছে লালুর দল আরজেডি। রোহিণীকে এতদিন সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। লালুর দুই ছেলে তেজস্বী, তেজপ্রতাপ ও মেয়ে মিসা ভারতী রাজনীতিতে থাকলেও রোহিণীকে এতদিন এই বৃত্তে দেখা যায়নি। তবে এই ট্যুইটের পর প্রশ্ন উঠেছে, রোহিণীও কি তবে এবার রাজনীতিতে পা রাখছেন?