টোকিও, ১১ অগাস্ট : কমনওয়েলথ গেমসে মেয়েদের সিঙ্গলসে সোনা জিতেছেন। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন চ্যালেঞ্জের মুখে পিভি সিন্ধু (Badminton Player PV Sindhu)। ২১ অগাস্ট থেকে টোকিওতে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আর এই টুর্নামেন্টে কঠিন ড্রয়ের মুখে পড়েছেন সিন্ধু।
আরও পড়ুন: সমালোচনায় কান দিই না : শুভমন
টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বাই পেলেও, কোয়ার্টার ফাইনালে উঠলে সিন্ধুকে (Badminton Player PV Sindhu) খেলতে হবে আন সে ইয়ংয়ের বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়ার শাটলারের বিরুদ্ধে সিন্ধুর অতীত রেকর্ড একেবারেই ভাল নয়। আনের বিরুদ্ধে পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছেন তিনি। যদি সিন্ধু আনের বাধা টপকান, তাহলে সেমিফাইনালে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী শীর্ষ বাছাই জাপানের আকানে ইয়ামাগুচি। শুধু তাই নয়, সিন্ধুর অর্ধেই রয়েছেন রিও অলিম্পিকে সোনাজয়ী ক্যারোলিন মারিন। এদিকে, কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জনে ব্যর্থ সাইনা নেহওয়ালও কোর্টে ফিরছেন এই টুর্নামেন্টে। প্রথম রাউন্ডে সাইনার প্রতিদ্বন্দ্বী হংকংয়ের চেউং গান ই। এদিকে, গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে
ছেলেদের সিঙ্গলসে রুপো ও ব্রোঞ্জ পেয়েছিলেন দুই ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেন। এবারের দু’জনেই একই অর্ধে পড়েছেন। এই অর্ধেই রয়েছেন আরেক ভারতীয় এইচ এস প্রণয়।