সংবাদদাতা, সাগর : নিম্নচাপের (Depression at Bay of Bengal) প্রভাবে সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। শনিবার বিকেল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। তারপরেই কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথরপ্রতিমায় শুরু হয়েছে বৃষ্টি। রাতে বৃষ্টি বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। পাশাপাশি উপকূল এলাকায় ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো (Depression at Bay of Bengal) হাওয়া বইতে পারে। পূর্ণিমার কোটালের প্রভাবে এদিনও নদী ও সমুদ্রের জলস্তর বেড়েছিল। সবমিলিয়ে আগামী তিনদিন সুন্দরবনে বড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। ইতিমধ্যে সুন্দরবনের সব ব্লকে ২৪ ঘণ্টা কন্ট্রোলরুম খোলা হয়েছে। প্রতিটি পঞ্চায়েত ও সেচ আধিকারিকরা সতর্ক আছেন। সব ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতর থেকে সাগর ব্লককে একটি স্পিডবোট ও নতুন কিছু সরঞ্জাম দেওয়া হয়েছে। ২০ জনের প্রশিক্ষিত দল দ্রুত উদ্ধারকাজে ও ত্রাণসামগ্রী পৌঁছনোয় তৈরি। শনিবার সকালে সাগরের বঙ্কিমনগরে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, বিডিও সুদীপ্ত মণ্ডল, কৃষি ও সেচ আধিকারিকরা। নোনা জলে প্লাবিত কৃষিজমি। ফলে আমন চাষ সম্ভব নয়। তাই কৃষকদের নোনা স্বর্ণপ্রজাতি চাষে সহযোগিতা করবে সরকার।
আরও পড়ুন:৭৫ তম স্বাধীনতা দিবস: ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে লড়াই করব, বার্তা অভিষেকের