বাদ পড়েও হতাশ নন ঈশান

Must read

নয়াদিল্লি : আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর পেলেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ ঈশান কিসান (Ishan Kishan)। এশিয়া কাপের দল থেকেও বাদ পড়েছেন। যদিও মানসিক ভাবে ভেঙে পড়ছেন না বাঁ হাতি উইকেটকিপার-ব্যাটার। বরং জানাচ্ছেন, কঠোর পরিশ্রম করে জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন।

আরও পড়ুন: আক্রান্ত বিশ্ব চ্যাম্পিয়ন পিটার্স, মেরে সমুদ্রে ছুঁড়ে ফেলা হল তাঁকে

এই প্রসঙ্গে ঈশানের (Ishan Kishan) বক্তব্য, নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কাকে কোথায় সুযোগ দিতে হবে, তা নিয়ে ওঁরা দল নির্বাচনের আগে অনেক চিন্তা-ভাবনা করেছেন। আমি বাদ পড়ে হতাশ নই। বরং একে ইতিবাচক ভাবেই গ্রহণ করছি। আমার সামনে পরিশ্রম করে ও আরও বেশি রান করে জাতীয় দলে ফেরার রাস্তা খোলা রয়েছে। যেদিন আমার পারফরম্যান্স নির্বাচকদের সন্তুষ্ট করবে, সেদিন অবশ্যই ফের ডাক পাব। ক্রিকেটার হিসেবে আরও পরিণত হওয়ার লড়াই চালু থাকবে।

Latest article