আক্রান্ত বিশ্ব চ্যাম্পিয়ন পিটার্স, মেরে সমুদ্রে ছুঁড়ে ফেলা হল তাঁকে

Must read

গ্রেনাডা: নিজের দেশেই আক্রান্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়াকে হারিয়ে জ্যাভলিন সোনাজয়ী আন্ডারসন পিটার্স (Anderson Peters)! তাঁকে রীতিমতো মারধর করে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়! প্রাণে বাচঁলেও আপাতত তিনি হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন: কোভিডবিধি শিথিলের ইঙ্গিত, ইউএস ওপেনে জকোর খেলার সম্ভাবনা উজ্জ্বল

জানা গিয়েছে, একটি বিলাসবহুল প্রমোদতরীতে পিটার্সকে সম্মান জানানোর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই জনা পাঁচেক ব্যক্তি পিটার্সকে আক্রমণ করে। প্রথমে বিশ্ব চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ারকে বেধড়ক মারধর করার পর, তাঁকে প্রমোদতরী থেকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। প্রমোদতরীর কর্মীরা কোনওরকমে পিটার্সকে উদ্ধার করে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন পিটার্স (Anderson Peters)। হাসপাতালের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পিটার্স বিপন্মুক্ত। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে, হামলার পরেই প্রমোদতরী ছেড়ে পালিয়ে যায় পিটার্স-এর উপরে হামলা চালানো দুষ্কৃতীরা। যদিও জোরকদমে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গ্রেনাডা পুলিশ।

Latest article