কোভিডবিধি শিথিলের ইঙ্গিত, ইউএস ওপেনে জকোর খেলার সম্ভাবনা উজ্জ্বল

Must read

নিউ ইয়র্ক : করোনার টিকা না নিয়েও ইউএস ওপেনে খেলার ছাড়পত্র পেতে চলেছেন নোভাক জকোভিচ (Tennis Player Novak Djokovic)! সেই সম্ভাবনা হঠাৎ করেই উজ্জ্বল হয়ে উঠেছে। পরিস্থিতি যাই হোক না কেন, তিনি করোনার টিকা নেবেন না। নিজের এই অবস্থানে অনড় জকোভিচ। এদিকে, টিকা না নিলে তাঁকে আমেরিকার ভিসা দেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছিল মার্কিন স্বাস্থ্য দফতর। কিন্তু এবার নিজেদের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসেছে মার্কিন স্বাস্থ্য দফতর। এক বিবৃতিতে তারা জানিয়েছে, কোভিডবিধি শিথিল করা হচ্ছে। তবে সেটা কী, তা বিশদে জানানো হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন গাইডলাইন ঘোষণা করে দেওয়া হবে বলে খবর। এই পরিবর্তিত পরিস্থিতিতে জকোভিচ ইউএস ওপেন খেলার ছাড়পত্র পেয়ে যাবেন বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: জিম্বাবোয়ে গেল ভারতীয় দল

আগামী ২৯ অগাস্ট শুরু হবে ইউএস ওপেন। জকোভিচকে (Tennis Player Novak Djokovic) মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যামের আসরে খেলার অনুমতি দেওয়ার দাবিটাও ক্রমশ জোরালো হচ্ছে। ২১টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী সার্ব টেনিস তারকাকে ইউএস ওপেনে খেলতে দেওয়া হোক, এই মর্মে প্রচারও শুরু হয়েছে। সম্প্রতি অনলাইনের বেশ কয়েক হাজার সই সম্বলিত আবেদনও ইউএস ওপেন আয়োজকদের কাছে জমা পড়েছিল। জকোভিচ আবার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর কোনও বড় টুর্নামেন্ট খেলেননি। এমনকী, সিনসিনাটি মাস্টার্স থেকেও শুক্রবার রাতে নাম প্রত্যাহার করে নিয়েছেন! এই টুর্নামেন্ট ইউএস ওপেনের প্রস্তুতি মঞ্চ হিসেবেই চিহ্নিত হয়ে থাকে। শেষ পর্যন্ত জকোভিচ ইউএস ওপেনে খেলার ছাড়পত্র পান কিনা, সেটাই এখন দেখার।

Latest article