সংবাদদাতা, বেলুড় : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন রূপ পেল বেলুড় গার্লস হাইস্কুল। ১৬৭ বছরের ঐতিহ্যবাহী এই স্কুলকে ‘মডেল স্কুল’ হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই এই স্কুলের আমূল সংস্কারের জন্য রাজ্য সরকার ৬ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ করে। সেই টাকায় স্কুল বিল্ডিং সংস্কার করে ঝাঁ চকচকে করে তোলা হল।
আরও পড়ুন-সুবর্ণরৈখিক
স্কুলের প্রবেশদ্বারে নতুন সাইন বোর্ড বসিয়ে, পুরো বিল্ডিংটা নতুন করে রং করার পাশাপাশি দেওয়ালে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী থেকে শুরু করে পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি ছবি এঁকে ফুটিয়ে তোলা হয়েছে। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি, যোগার উপযোগিতা, জাতীয় সংহতির বিভিন্ন বার্তা স্কুলে আঁকার মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে স্বামীজির বিভিন্ন বাণীও স্কুলের ভেতরের দেওয়ালে লেখা হয়েছে।
আরও পড়ুন-স্বাধীনতা-৭৫ আর জাতীয় পতাকা
শনিবার নতুন রূপে সেজে ওঠা এই মডেল স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। এই উপলক্ষে স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক, স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, স্কুল পরিচালন কমিটির সভাপতি সীমা ভৌমিক সহ আরও অনেকে। সমবায়মন্ত্রী অরূপ রায় জানান, ‘‘১৮৫৫ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই স্কুলের প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এই স্কুলের অবদান ছিল অপরিসীম। ঐতিহ্যবাহী এই স্কুলকে মুখ্যমন্ত্রী মডেল স্কুল হিসেবে ঘোষণা করে এই স্কুলের সংস্কারের ব্যবস্থা করেন। সেই অনুযায়ী এদিন থেকে নতুন রূপে সজ্জিত হল স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাসচন্দ্র বোস, বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিদের পদধূলি ধন্য এই স্কুলটি।’’ স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় জানান, স্বামী বিবেকানন্দ এই স্কুলে অনেকবার এসেছিলেন।