সংবাদদাতা, বারাকপুর : তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্বিচারে কটু মন্তব্য করছে বিরোধীরা। তারই প্রতিবাদে রবিবার বিস্ফোরক বক্তব্য রাখেন সাংসদ সৌগত রায়। তিনি হুঁশিয়ারির সুরে বলেন, তৃণমূল কিন্তু রাস্তায় আছে। আমরা কোনও দোষ করিনি যে আমাদের ঘরে ঢুকে যেতে হবে। বিজেপি, সিপিএম ক্রমাগত আমাদের নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্বিচারে কটু মন্তব্য করছে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে তাদের বিরুদ্ধে কিন্তু এমন ব্যবস্থা নেব যে পার্টি অফিসে ঢুকে যেতে হবে। সাবধান থাকবেন। সামনের বার অধীরের বিজেপি ছাড়া আর কোথাও যাবার জায়গা নেই। বিজেপিতে গিয়েও অধীর চৌধুরি জিতবেন না। শুভেন্দু অধিকারীর নাম নারদা কেলেঙ্কারিতে ছিল। একবারও শুভেন্দুকে ডাকেনি সিবিআই। দুর্নীতি থেকে আমরা দলকে আলাদা করছি কিন্তু নিরপেক্ষ তদন্ত যদি না হয় শাসকদল আবার রাস্তায় নামবে। ইডি-সিবিআইয়ের কলকাতার অফিস অবরুদ্ধ করে দেব। আমি দেখছি সিপিএম, বিজেপির পাখা গজিয়েছে। তারা বলছে তৃণমূলের সবাই চোর। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলছি, তৃণমূলের সবাইকে যদি তারা চোর বলে এরপর যদি তৃণমূলের কর্মীরা বিজেপির ওই সব কর্মীকে তাড়া করে তাদের অফিসে ঢুকিয়ে দেয়, সিপিএমের পার্টি অফিস যদি বন্ধ করে দেয় তখন বলতে পারবে না কেউ যে আমরা অন্যায় করছি।
আরও পড়ুন-নিম্নচাপের বৃষ্টিতে প্লাবিত উপকূলবর্তী বহু এলাকা, নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হল মানুষকে
এরপর আমি বলব তৃণমূলের সমালোচকদের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে এই দিন অপেক্ষা করছে। পাশাপাশি এদিন মদন মিত্রও বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ঈশ্বর বলেছেন ফরগিভ ও ফরগেভ। আমরা বলতে পারব না কারণ আমরা সাধারণ মানুষ। যদি আমাদের গায়ে একটা আঘাত পড়ে অন্তত দুটো পাল্টা প্রত্যাঘাত করার জন্য তৈরি হোন। দরকার হলে কামারহাটিতে লাঠি খেলার জন্য তৈরি হোন। প্রত্যেকটা মোড়ে মোড়ে লাঠি খেলার আখড়া তৈরি করুন, আমি মদন মিত্র লাঠি সাপ্লাই দেব। আমি মদন মিত্র এমএলএ আপনাদের বলছি, প্রত্যেককে লাঠি খেলা শেখান।