প্রতিবেদন : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বানের আর এক মাসও দেরি নেই। এরই মধ্যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনকের (Rishi Sunak’s Swimming Pool) জীবনযাত্রা নিয়ে বিতর্ক তৈরি হল। ব্রিটেনে চলতি বছরে ব্যাপক তাপপ্রবাহ চলছে। দেশের বেশিরভাগ এলাকায় খরা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সুনক তাঁর বিলাসবহুল প্রাসাদের ভিতর একটি সুইমিং পুল তৈরি করতে চার লক্ষ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৩৮ কোটি টাকা খরচ করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই ব্রিটেনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: নেতাজির চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার দাবি সুভাষকন্যা অনিতার
উত্তর ইয়ার্কশায়ারের একটি বাড়িতে ঋষি (Rishi Sunak’s Swimming Pool) ও তাঁর পরিবার সপ্তাহান্তে ছুটি কাটাতে যান। সেই বাড়ি প্রাসাদের থেকে কোনও অংশে কম নয়। সেখানে একটি টেনিস কোর্ট ও একটি জিমও রয়েছে। সেই প্রাসাদেই ঋষি একটি সুইমিং পুল তৈরি করছেন। সেই সুইমিং পুলের জন্য চার লক্ষ পাউন্ড খরচ করছেন। সম্প্রতি একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, সুইমিং পুলের শেষ পর্বের কাজ জোরকদমে চলছে। এই সুইমিং পুলের ছবি প্রকাশ্যে আসতেই ব্রিটেন জুড়ে হইচই শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।