খেলা হবে দিবস: শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Must read

আজ ১৬ অগাস্ট। তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবস (Khela Hobe Dibas)। একুশের বিধানসভা ভোটে তৃণমূলের অভাবনীয় সাফল্যের পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ১৬ অগাস্ট সরকারিভাবে ‘খেলা হবে দিবস’ পালনের ঘোষণা করেন। এইদিনকে সামনে রেখেই ‘রাজনৈতিক যুদ্ধ’ শুরুর বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই পথে নামছে দল। খেলা হবে দিবসে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে শহরের রাস্তায় থ্রিডি জেব্রা ক্রসিং

টুইটারে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন,“খেলা হবে দিবসে (Khela Hobe Dibas) সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। গতবার এই দিনটি সাফল্যের সঙ্গে উদযাপিত হয়েছে। এবছর আরও বেশি তরুণ-তরুণীদের এতে অংশ গ্রহণ করুক।”

কয়েকদিন আগে বেহালার ম্যান্টন থেকে খেলা হবে দিবসে পথে নামার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি বলেছিলেন, “সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধূলা করবেন। খেলতে খেলতে রাস্তায় মিছিল করবেন ভালো লাগবে।” তাঁর আহ্বানে সাড়া দিয়ে আজ পথে নামবে যুব সমাজ।

Latest article