প্রতিবেদন : অবশেষে ‘কোমরে দড়ি’ পড়ল শুভেন্দু অধিকারীর। তবে পুরোটাই প্রতীকী। মঙ্গলবার সকালে এমনই ছবি দেখা গেল উত্তর কলকাতার মানিকতলায়। এদিন ‘খেলা হবে’ দিবসের মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সেজেছিলেন একজন। ‘কোমরে দড়ি’ পরিয়ে তাঁকে টানতে টানতে নিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। নকল শুভেন্দুর গায়ে ছিল ‘আমি শুভেন্দু, আমি চোর’ লেখা ব্যানার। এভাবেই মানিকতলা থেকে রাজাবাজার অবধি এগিয়ে গেল ‘খেলা হবে’ দিবসের মিছিল। নেতৃত্ব দিলেন স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী।
আরও পড়ুন-হাল ফিরছে সল্টলেকের রাস্তার
নারদা কাণ্ডে সিবিআইয়ের এফআইআর নেমড শুভেন্দু অধিকারী। সারদা কর্তার লিখিত অভিযোগে নাম রয়েছে শুভেন্দুর। কিন্তু বিজেপির ‘ওয়াশিং মেশিন’-এ ঢুকে এখনও তিনি জেলের বাইরে কেন? কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। এদিন শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে সরব হলেন হাজারো সাধারণ মানুষ। এছাড়া কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসামূলক আচরণ, পেট্রোল-ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি ও রাজ্যের পাওনা টাকা আটকে রাখার প্রতিবাদে ফের গর্জে উঠল মহানগরী। মানিকতলার মিছিলের নেতৃত্বে ছিলেন কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী। সেই মিছিলেই শুভেন্দুর মুখোশ পরানো একজনের কোমরে দড়ি পরিয়ে টেনে নিয়ে যান তৃণমূল সমর্থকরা। নকল শুভেন্দুকে ঘিরে ওঠে স্লোগান।
আরও পড়ুন-হাওড়ার হস্তশিল্প মেলায় খেলা হবে দিবস
কাউন্সিলর অয়ন চক্রবর্তী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন। আজ খেলা হবে দিবসে আমরা রাস্তায় নেমে মানুষের কাছে তাঁর উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরব। তুলে ধরব কেন্দ্রের জনবিরোধী নীতি, পেট্রোল, গ্যাস এবং জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির কথা। নারদায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সারদা কর্ণধারও সিবিআইয়ের কাছে শুভেন্দুর নামে অভিযোগ করেছেন। কিন্তু তারপরও সিবিআই এবং ইডি শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না। কিন্তু তৃণমূলের নেতাদের বেলায় অতি সক্রিয় তাঁরাই। এভাবে সিবিআই-ইডির মত কেন্দ্রীয় এজেন্সির জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই থামানো যাবে না।
আরও পড়ুন-সংস্কারের অপেক্ষায় ঐতিহ্যের আদিগঙ্গা
সব মিলিয়ে এদিন খেলা হবে দিবসে বিজেপি, শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধেই সরব হল তৃণমূল কংগ্রেস। গত বছর বিধানসভা নির্বাচনের সময় ‘খেলা হবে’ স্লোগানটি জনপ্রিয় হয়। সেই স্লোগানকে মনে রেখে ১৬ অগাস্ট খেলা হবে দিবস ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে ‘খেলা হবে’ দিবসের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী। গতবার এই দিনটি সাফল্যের সঙ্গে উদযাপিত হয়েছে। এবছর আরও বেশি যুবক-যুবতী এতে অংশগ্রহণ করুক। এদিন শহরে আরও কয়েকটি জায়গায় খেলা হবে দিবস পালিত হয়। ২৮ নম্বর ওয়ার্ডে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজনও করা হয়।