হাওড়ার হস্তশিল্প মেলায় খেলা হবে দিবস

এবার হাওড়ায় হস্তশিল্পের মাধ্যমে ‘খেলা হবে’ দিবসকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া শুরু হল।

Must read

সংবাদদাতা, হাওড়া : এবার হাওড়ায় হস্তশিল্পের মাধ্যমে ‘খেলা হবে’ দিবসকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া শুরু হল। হাওড়া শহরের ২৫ নম্বর ওয়ার্ডে গত রবিবার থেকে শুরু হয়েছে ‘সোনাঝুরি’ হস্তশিল্প মেলা। সেখানে রাজ্যের ১৭টি জেলা থেকে ৮০ জন শিল্পী তাঁদের তৈরি বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে হাজির হয়েছেন। মঙ্গলবার ‘খেলা হবে’ দিবসকে স্মরণীয় করে রাখতে তাঁদের তৈরি পাঞ্জাবী, গেঞ্জি, কানের দুল, গলার হার, চাবির রিং সহ বিভিন্ন ঘর সাজানোর সামগ্রীতে এই খেলা হবে থিমকে ফুটিয়ে তুলেছেন।

আরও পড়ুন-সংস্কারের অপেক্ষায় ঐতিহ্যের আদিগঙ্গা

এদিন মেলায় আসা ক্রেতারা হস্তশিল্পের মধ্যে অভিনব এই ভাবনার ছোঁয়া দেখে বেজায় খুশি হয়েছেন। মেলা উদ্যোক্তাদের পক্ষে রাজর্ষি দাস জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ অগাস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করেছেন। আমরা সেই জন্য এদিন এখানকার হস্তশিল্পীদের মাধ্যমে ‘খেলা হবে’ শীর্ষক বিভিন্ন সামগ্রী তৈরি করে হাওড়া শহরে এই হস্তশিল্পের থিম করেছি। যেখানে বিভিন্ন হস্তশিল্পের মাধ্যমে খেলা হবে দিবসকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’’

আরও পড়ুন-জয় হাতছাড়া কিবুর দলের

মধ্য হাওড়ার স্বামী বিবেকানন্দ রোডে খেলাঘর মাঠে আগামী রবিবার পর্যন্ত চলবে এই হস্তশিল্প মেলা। যেখানে অধিকাংশ শিল্পী তাঁদের তৈরি সামগ্রীর মধ্যে খেলা হবে দিবসের ভাবনাকে ফুটিয়ে চলেছেন। বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত চলছে জমজমাট এই মেলা।

Latest article