নতুন অতিথির আগমন হল বর্ধমান (Burdwan) জুলজিক্যাল পার্কে (zoo)। সন্তানের জন্ম (birth) দিল চিতাবাঘ (leopard) ‘কালি’। গত বছর এক সন্তানের মা হয়েছিল কালি। ১১ অগাস্ট আবার সন্তানের জন্ম দিল সে।
আরও পড়ুন-শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণ করে গলা টিপে খুন হরিয়ানায়
এই অবস্থায় খুশির হাওয়া রমনাবাগান বর্ধমান জুলজিক্যাল পার্কে। বন দফতর সূত্রে খবর, কালি ও ধ্রুবর এই সন্তানের জন্য যাবতীয় সাবধানতা নেওয়া হয়েছে। কালি-র কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সেন্ট্রাল জু অথরিটির যে নির্দেশিকা রয়েছে, সেটিও মানা হচ্ছে। নিয়মিত মা ও সদ্যোজাত সন্তানের স্বাস্থ্য পরীক্ষা চলছে। সব ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই মা ও সন্তানকে প্রকাশ্যে আনা হবে বলে জানা যাচ্ছে। দুটি বাচ্চা নিয়ে এই মুহূর্তে বর্ধমান জুলজিক্যাল পার্কে চিতাবাঘের সংখ্যাদাঁড়াল ৪।
আরও পড়ুন-ফিরল হেডবাট
প্রসঙ্গত গত জুলাইয়ে বিশ্ব সর্প দিবসে আলিপুর চিড়িয়াখানাতে বাইরে আনা হয়েছিল গ্রিন ইগুয়ানা, গোসাপ, শাঁখামুটি সাপের ছানাদের। কর্তৃপক্ষ জানান, এই প্রথম আলিপুর চিড়িয়াখানা গ্রিন ইগুয়ানার বাচ্চা হয়েছে। কিছুদিনের মধ্যে এদের প্রকাশ্যে আনা হবে। তার আগে, ফেব্রুয়ারি মাসে শাবকের জন্ম দেয় জিরাফ মা তৃণা। আবার গত বছর জুলাইয়ে আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম নেয় নটি অ্যানাকোন্ডা। কর্তৃপক্ষ জানান, দেশের সমস্ত চিড়িয়াখানার মধ্যে সবথেকে বেশি অ্যানাকোন্ডা রয়েছে আলিপুর চিড়িয়াখানাতেই।