রাজ্যে চালু হয়ে গেল অত্যাধুনিক জাহাজ নির্মাণকেন্দ্র

নাজিরগঞ্জে দুশো বছরের পুরনো হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড সংস্থাকে নতুন করে 'হুগলি-কোচিন শিপইয়ার্ড' হিসাবে তৈরী করা হয়েছে।

Must read

রাজ্যে কোচিন শিপইয়ার্ডের একটি নতুন জাহাজ নির্মাণকেন্দ্র চালু হল। হাওড়ায় নাজিরগঞ্জে ওই জাহাজ নির্মাণকেন্দ্রটি উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ওই কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উত্‍সর্গ করেন তিনি।

আরও পড়ুন-বর্ধমান জুলজিক্যাল পার্কে জন্ম হল চিতাবাঘের

মঙ্গলবার নাজিরগঞ্জের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাজ, বন্দর ও জলপথ মন্ত্রী । এদিন তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর-সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। ‘হুগলি-কোচিন শিপইয়ার্ড’ নামে এই কেন্দ্রটি গড়ে ওঠায় প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ”জাতীয় নৌপথের পাশাপাশি অভ্যন্তরীণ জলপরিবহণের উন্নয়নেও পরিবেশবান্ধব জলযানের প্রয়োজনীয়তা পূরণ করবে এই কেন্দ্রটির। স্থানীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে। এ ছাড়া, ছোট, মাঝারি এবং অনুসারী শিল্পগুলির উন্নয়ন হবে।”

আরও পড়ুন-শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণ করে গলা টিপে খুন হরিয়ানায়

প্রসঙ্গত, নাজিরগঞ্জে দুশো বছরের পুরনো হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড সংস্থাকে নতুন করে ‘হুগলি-কোচিন শিপইয়ার্ড’ হিসাবে তৈরী করা হয়েছে।

Latest article