সংবাদদাতা, বারাসত : নবান্ন অভিযানের আগে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বারাসত সাংগঠনিক জেলার বর্তমান ও প্রাক্তন সভাপতির কোন্দল প্রকাশ্যে চলে এল বলেই বিজেপির অন্দরে গুঞ্জন। মঙ্গলবার বারাসতের চাঁপাডালি মোড়ে রক্তদান উৎসব করলেন প্রাক্তন সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা। অপরদিকে বিজেপির বর্তমান সভাপতি তাপস মিত্রের উদ্যোগে রক্তদান উৎসব হল বারাসতের হেলাবটতলা এলাকায়। বর্তমান সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর প্রাক্তন সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতুয়াদের সংঙ্ঘাধিপতী তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর, সায়ন্তন বসু সহ অন্যান্যরা। যদিও দুই সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব স্বীকার করতে চাননি। তাঁরা বিষয়টিকে কাকতালীয় বলে দাবি করছেন। তবুও বিষয়টি নিয়ে বিজেপির অন্দরেই জলঘোলা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, নবান্ন অভিযানের আগে বিজেপির এই ভাগাভাগি আদপে বিজেপির অন্দরের কাঙালপনার প্রকাশ। পাশাপাশি মতুয়াদের প্রতিনিধি সুব্রত ঠাকুর ও সায়ন্তন বসু প্রাক্তন সভাপতির অনুষ্ঠানে যোগ দেওয়ায় বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতি অনাস্থা ও পূর্বের গন্ডগোলকে নতুন করে আবারও উসকে দিয়েছে বলেই মনে করছে। পাশাপাশি বর্তমান সভাপতি তাপস মিত্রের অনুষ্ঠানে বিরিয়ানির (Biriyani- BJP) প্যাকেট নিয়েও কর্মীদের মধ্যে গন্ডগোল শুরু হয়।
আরও পড়ুন: মানিকতলায় এবার নতুন পাম্পিং স্টেশন
বিরোধীদের দাবি, বিজেপি কর্মীদের বিরিয়ানির (Biriyani- BJP) প্যাকেটের লোভ দেখিয়ে ডেকে আনা হয়। অথচ নিম্নমানের ও প্যাকেটের সংখ্যা কম থাকায় সবাই প্যাকেট না পাওয়াতে অসন্তোষ শুরু হয়। পরবর্তীতে সেটাই ক্ষোভে পরিণত হয়।