মানিকতলায় এবার নতুন পাম্পিং স্টেশন

Must read

প্রতিবেদন : রাজপথেও একসময় নৌকো চলত এখানে। তারজন্য অবশ্য মুষলধারায় বৃষ্টির প্রয়োজন হত না। একটানা কিছুক্ষণ বৃষ্টি হলেই প্রায় জলের তলায় চলে যেত আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি লাগোয়া বেচু চ্যাটার্জি স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট-সহ মধ্য-উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা। রাজ্যে তখন সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। কলকাতা পুরসভাতেও তখন লালজমানা। বর্ষা এলেই কলেজ স্ট্রিট এলাকার এই অঞ্চল যেন এক মূর্তিমান বিভীষিকা। এই বিভীষিকা থেকে এলাকার মানুষকে স্থায়ীভাবে মুক্তি দিতেই এবারে একটি উচ্চক্ষমতার নিকাশি পাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা নিয়েছে পুরসভা। এর জন্য মানিকতলায় (Pumping Station in Maniktala) একটি জায়গাও প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা শ্রমিক আবাসন-লাগোয়া প্রস্তাবিত জায়গাটি বেশ কয়েকবার ঘুরে দেখেছেন। খতিয়ে দেখেছেন প্রকল্প বাস্তবায়নের সুবিধে-অসুবিধে। ঠনঠনিয়া থেকে মানিকতলার এই জায়গাটির দূরত্ব বড়জোর ৭০০ মিটার। এখানে বসানো হবে উচ্চক্ষমতার একাধিক অত্যাধুনিক নিকাশি পাম্প (Pumping Station in Maniktala)। নতুন করে কিছু ভূগর্ভস্থ পাইপলাইনের অভিমুখ বদলাতে হবে এবারে। কাজ শুরুর জন্য এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

আরও পড়ুন: ২৫ সেপ্টেম্বর কাজ শেষ হবে টালা ব্রিজের

Latest article