সংবাদদাতা, চণ্ডীপুর : চণ্ডীপুরের বিধায়ক তথা যুব তৃণমূল কংগ্রেস রাজ্য সহ-সভাপতি সোহম চক্রবর্তীর আবার মানবিক মুখ দেখে মুগ্ধ পূর্ব মেদিনীপুরবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বিধানসভা এলাকা থেকে গাড়ি নিয়ে কলকাতায় ফিরছিলেন। সেই সময় হলদিয়া-মেছেদা ১১৬ জাতীয় সড়কে তমলুক থানার কুমারগঞ্জ এলাকায় এক বয়স্ক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে দ্রুত নিজের গাড়িতে তুলে নিয়ে যান পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে। আহত ব্যক্তির নাম আশিস মাইতি। বয়স প্রায় ৬০, বাড়ি তমলুকের নাইকুড়িতে। আহত ব্যক্তি পান-ব্যবসায়ী।
আরও পড়ুন-লোকশিল্পীদের পাশে রাজ্য
রাত ৮টা নাগাদ আড়ত থেকে কাজ সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। কুমারগঞ্জ এলাকায় দুর্ঘটনায় পড়েন। সোহম জরুরি বিভাগের ডাক্তারদের সঙ্গে কথা বলে চিকিৎসার সুবন্দোবস্ত করেন। চিকিৎসকেরা জানান, ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। দ্রুত হাসপাতালে আনায় অবস্থার অবনতি হয়নি। সোহম বলেন, ‘রাস্তায় ওঁকে পড়ে থাকতে দেখে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে এনেছি। পুলিশ সুপারকে ফোনে জানিয়েছি। কীভাবে দুর্ঘটনা জানি না। চিকিৎসার ব্যবস্থা করে কলকাতার উদ্দেশে রওনা হয়েছি।’ টলিউডের এই জনপ্রিয় নায়কের এমন মানবিক মুখ এর আগেও দেখেছে পূর্ব মেদিনীপুর। বন্যার সময় স্পিডবোটে বৃষ্টি উপেক্ষা করে জলবন্দি মানুষের কাছে ত্রাণ বিতরণ করেছেন। এভাবেই সোহম সিনেমার মতো বাস্তবেও চণ্ডীপুরের নায়ক হয়ে উঠেছেন।