সংবাদদাতা, হাওড়া : ডেঙ্গির প্রকোপ রুখতে জোরকদমে কাজে নেমেছে হাওড়া কর্পোরেশন। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। শহর জুড়ে চলছে বিশেষ অভিযান। উত্তর হাওড়ার ১৫ নম্বর ওয়ার্ড সহ কয়েকটি ওয়ার্ডে সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গিপ্রবণ ওয়ার্ডগুলিকে চিহ্নিত করে সেখানে এই ব্যাপারে কর্পোরেশনের তরফে সচেতনতা শিবির করা হচ্ছে। ডেঙ্গুর লার্ভা নিধনে চলছে অভিযান। কোথাও খোলা জায়গায় কোনও জল জমে রয়েছে কিনা তা দেখা হচ্ছে।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথী নিয়ে অভিযোগের তদন্ত, এক ডাকে অভিষেক
পুরনিগমের তরফে সমস্ত এলাকায় ব্লিচিং ছড়ানো হচ্ছে। অনেক জায়গায় মশারি বিলি করা হচ্ছে। ইতিমধ্যেই কোনও আবাসন বা বাড়িতে জল জমিয়ে রাখলে তাদের জরিমানা করা হচ্ছে। নির্মীয়মাণ কোনও ব্লিডিং বা বহুতলে যেন জল জমিয়ে রাখা না হয় তার জন্য কর্পোরেশনের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। নিকাশি নালা ও ছোটবড় সমস্ত ড্রেন সাফাইয়ের জন্য সাময়িকভাবে বিশেষ লোক নিয়োগ করা হয়েছে। ডেঙ্গুর লার্ভা যাতে কোনওভাবে জন্মাতে না পারে তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করে ডেঙ্গু দমনে কীভাবে কাজ করতে হবে তার রোডম্যাপ তৈরি করে দেন।
আরও পড়ুন-বেলুড়মঠে দুর্গাপুজোর ঢাকে কাঠি
সেই অনুযায়ী কাজ চলছে কিনা তা পুঙ্খানুখভাবে নজর রাখছেন পুর আধিকারিকরা। উল্লেখ্য রাজ্যের মুখ্যসচিব ইতিমধ্যেই সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক করেছেন। পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান ‘ডেঙ্গির প্রকোপ রুখতে আমরা আগে থেকেই কাজ শুরু করে দিয়েছি। তাই কয়েকটি ওয়ার্ড ছাড়া হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অন্যবারের তুলনায় এবার অনেকটাই কম। তবে ডেঙ্গু প্রকোপ উদ্বেগজনক না হলেও আমরা কোনওরকম খামতি রাখছি না। সমগ্র হাওড়া পুর এলাকা জুড়ে চলছে ডেঙ্গি দমন কর্মসূচি।’