সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের কৃষকদের ব্যাপক উন্নতি হয়েছে। ফসল উৎপাদন যেমন বেড়েছে তেমনই উৎপাদিত সামগ্রী বিপণনেরও পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে এই রাজ্যে। পাশাপাশি রাজ্যের উৎপাদিত ফসল এখন বিদেশেও পাড়ি দিচ্ছে। শনিবার তৃণমূলের হাওড়া জেলা পার্টি অফিসে দলের ছাত্র-যুবদের প্রশিক্ষণ শিবিরে একথা বলেন কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। প্রতি শনিবার হাওড়ায় তৃণমূলের কার্যালয়ে ছাত্র-যুবদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। কীভাবে জনসভায় ভাষণ দিতে হবে, কীভাবে দলের প্রচার করতে হবে, বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে যুক্তি দিয়ে কীভাবে তার প্রতিবাদ করা হবে প্রভৃতি দলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরে তাঁদের রাজনৈতিক পাঠ দেওয়া হয় এই প্রশিক্ষণ শিবিরে। সমবায়মন্ত্রী অরূপ রায় ও তৃণমূলের হাওড়া সদরের প্রাক্তন সভাপতি ভাস্কর ভট্টাচার্যের উদ্যোগেই মূলত এই প্রশিক্ষণ চালু হয়েছিল। যা ক্রমেই দলের ছাত্র-যুব সংগঠনের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এর আগে এই প্রশিক্ষণ শিবিরে সাংসদ সুখেন্দুশেখর রায়, সৌগত রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখরা বক্তব্য রেখেছেন। কীভাবে জনসভায় বক্তব্য রাখতে হবে, ভাষাচয়ন কেমন থাকবে সেই বিষয়েও এদিন দলের ছাত্র-যুবদের বুঝিয়ে দেন বর্ষীয়ান তৃণমূল নেতা ও মন্ত্রী। বক্তব্যে কেন্দ্রীয় নীতির ফলে কৃষকদের কী সমস্যা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের কৃষক ও কৃষির কী কী উন্নতি হয়েছে তাও তুলে ধরেন তিনি (Sovandeb Chatterjee)। উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, তৃণমূলের হাওড়া সদরের প্রাক্তন সভাপতি ভাস্কর ভট্টাচার্য সহ অনেকে।