২৫ অগাস্ট আনুষ্ঠানিক হস্তান্তর, নবমহাকরণে আদালত

Must read

প্রতিবেদন : স্ট্র্যান্ড রোডের নবমহাকরণ ভবনের (New Secretariat Building) একাংশ রাজ্য সরকার কলকাতা হাইকোর্টকে হস্তান্তর করছে। আগামী ২৫ অগাস্ট এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে নব মহাকরণের ব্লক বি–এর ৯ তলার চাবি তুলে দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নগর দায়রা আদালতের একাংশ সেখানে স্থানান্তরিত হওয়ার কথা। আদালতে স্থান সঙ্কুলানের সমস্যার কথা জানিয়ে কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তার পরিপ্রেক্ষিতেই নবমহাকরণ থেকে কয়েকটি দফতর সরিয়ে তা আদালতের কাজের জন্য দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এই হস্তান্তরের জেরে আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন দফতর ও শ্রম ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। রাজ্যে বামফ্রন্ট সরকারের শাসনকালে প্রায় সমস্ত সরকারি দফতরের কাজ পরিচালিত হত রাইটার্স বিল্ডিং বা মহাকরণ থেকে। কিন্তু জায়গা অপ্রতুল হওয়ার কারণে সমস্যা তৈরি হওয়ায় গঙ্গার পাড়ে তৈরি হয় নবমহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং (New Secretariat Building)। মহাকরণ থেকে একাধিক সরকারি দফতর সরিয়ে নিয়ে যাওয়া হয় নবমহাকরণে। নবমহাকরণের একতলা থেকে সাততলা পর্যন্ত আবাসন, ক্রীড়া, সমবায়, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল-সহ একাধিক দফতরের কর্মীরা বসতেন। রাজ্যের আবাসন, জনস্বাস্থ্য কারিগরির মতো গুরুত্বপূর্ণ দফতরগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজারহাট নিউটাউনে। তবে শ্রম ও সমবায় দফতরের মতো বেশ কিছু দফতর নবমহাকরণ থেকেই পরিচালিত হবে বলে সূত্রের খবর। অপরদিকে নবমহাকরণের এক থেকে ন’তলা পর্যন্ত জায়গা আদালত কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলেও বাকি অংশ রাজ্যের হাতে থাকবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: পুজোর আগেই শেষ হবে বুস্টার ডোজ

Latest article