সংবাদদাতা, পুরুলিয়া : কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গিয়ে জঙ্গলমহলে (Purulia) ক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় গ্রামমোন্নয়ন দফতরের আধিকারিকরা। শুক্র ও শনিবার তাঁরা জঙ্গলমহলের (Purulia) একাধিক এলাকা ঘুরে দেখেন। আর তখনই মানবাজার দু’নম্বর ব্লকের হরিয়ালমারি গ্রামে গ্রামবাসীরা তাঁদের ঘিরে ধরে একশো দিনের কাজ করেও টাকা না মেলার অভিযোগ জানাতে থাকেন। বহুদিন ধরে কেন্দ্র একশো দিনের কাজের প্রকল্পে টাকা দিচ্ছে না। বহু শ্রমিক প্রায় ছয়মাস আগে কাজ করেও টাকা পাননি। শ্রমিকদের দাবি শুনে স্পষ্টতই বিব্রত দেখায় কেন্দ্রীয় দলের তিন সদস্য পুলকেশ নারুলা, শৈলেশ কুমার ও নীলরতন মিত্রকে। পরিস্থিতি সামাল দিতে বিডিও আশ্বাস দেন, শ্রমিকদের বকেয়া দিতে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। জঙ্গলমহলের যেখানেই যাচ্ছে দলটি, সেখানেই একশো দিনের প্রকল্পে বকেয়া থাকার অভিযোগ শুনছেন। বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন বলেন, জঙ্গলমহলের কোথাও ভুয়ো প্রকল্প কেউ দেখাতে পারবেন না। তাই বোরো, বান্দোয়ান, বরাবাজারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কাজ নিয়ে অভিযোগ জানাতে পারেননি কেন্দ্রীয় দল। কেন্দ্র আচমকা টাকা বন্ধ করে দেওয়ায় কোন কোন প্রকল্পের কাজ অসম্পূর্ণ আছে।