প্রতিবেদন : ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল মোহনবাগান। আই লিগের অনামী ক্লাব রাজস্থান ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হার সবুজ-মেরুনের (Rajasthan United- Mohun Bagan)। গোটা ম্যাচে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিল জুয়ান ফেরান্দোর দল। রয় কৃষ্ণ (Roy Krishna), ডেভিড উইলিয়ামসকে (Devid Williams) ছেড়ে দিয়ে একজন পজিটিভ স্ট্রাইকার দলে না নেওয়ার ফল ভুগতে হল মরশুমের প্রথম ম্যাচেই। গোলের সুযোগ তৈরি করলেও বল জালে জড়ানোর লোক ছিল না। কিয়ান নাসিরি, লিস্টন কোলাসোরা সুযোগ নষ্ট করলেন।
আরও পড়ুন: জয়ের হ্যাটট্রিক ডায়মন্ড হারবারের
প্রথমার্ধেই তুল্যমূল্য লড়াই হলেও ৪৩ মিনিটে কিয়ান নাসিরির গোলে এগিয়ে যায় মোহনবাগান (Rajasthan United- Mohun Bagan)। কিন্তু এই লিড তারা ধরে রাখতে পারেনি। দু’মিনিটের মধ্যেই গোল শোধ করে দেয় রাজস্থান। তাদের উজবেক ফুটবলার আমনগেলদিয়েভ গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে যায় মোহনবাগান। এবার হুগো বোউমাসের পাস থেকে আশিক কুরুনিয়ন গোল করেন। কিন্তু ফের গোল শোধ করে দেয় রাজস্থান। গোল করেন লালরেমসাঙ্গা। ৮০ মিনিটে বিপক্ষ গোলকিপারকে একা পেয়েও ক্রসবারে মারেন কিয়ান। সংযুক্ত সময়ে বিপর্যয় নেমে আসে বাগানে। বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে রাজস্থানের হয়ে জয়সূচক গোলটি করেন গিয়ামার নিকুম। এদিন, পল পোগবা সবুজ-মেরুন জার্সিতে প্রথম ম্যাচ খেললেও দাগ কাটতে পারেননি। তাঁকে দ্বিতীয়ার্ধের শুরুতে তুলে নিতে হয়। ম্যাচের শেষ দিকে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন মোহনবাগান কোচ ফেরান্দো।