মিথ্যাচারের পুনরাবৃত্তি হচ্ছে, বলল তৃণমূল, নারকেলডাঙা কাণ্ডে ধৃত ৮

সোমবার আহত অন্তঃসত্ত্বা মহিলার শারীরিক পরীক্ষা করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গর্ভে থাকা শিশুর অবস্থা বুঝতে করা হয় ইউএসজিও।

Must read

প্রতিবেদন : কাশীপুরের মিথ্যাচারের পুনরাবৃত্তি হচ্ছে নারকেলডাঙায়। এক অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। ইস্যু না পেয়ে মিথ্যা কুৎসা করছে বিজেপি। নারকেলডাঙার ঘটনায় এই ভাষাতেই বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সাফ কথা, অন্তঃসত্ত্বা আক্রান্ত হওয়ার ঘটনা আসলে বাড়িওয়ালা-ভাড়াটের বিবাদের জের। এরমধ্যে রাজনীতি টানা অর্থহীন। এদিকে এই গন্ডগোলের ঘটনায় কড়া ব্যবস্থা নিল পুলিশ। রবিবার রাতের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-১৫ দিনের মধ্যে জমা দিতে হবে অঞ্চল কমিটির নাম, মহিলাদের নিয়েই এগিয়ে যাবে বাংলা

সোমবার আহত অন্তঃসত্ত্বা মহিলার শারীরিক পরীক্ষা করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গর্ভে থাকা শিশুর অবস্থা বুঝতে করা হয় ইউএসজিও। চিকিৎসকরা জানিয়েছেন, ভাল আছেন মা এবং গর্ভস্থ সন্তান। রিপোর্টে কোনও অসঙ্গতি আপাতদৃষ্টিতে ধরা পড়েনি। তবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। প্রয়োজনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Latest article