১৫ দিনের মধ্যে জমা দিতে হবে অঞ্চল কমিটির নাম, মহিলাদের নিয়েই এগিয়ে যাবে বাংলা

জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক সভাপতিদের নাম ঘোষণা হবার পর দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

Must read

সংবাদদাতা, কোচবিহার : জেলা তৃণমূল মহিলা (women) কংগ্রেসের ব্লক সভাপতিদের নাম ঘোষণা হবার পর দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সোমবার কোচবিহার শহরের অতিথি নিবাসে এই বৈঠকে স্থির হয় ১৫ দিনের মধ্যে অঞ্চল সভাপতি ও অঞ্চল কমিটির নাম জমা দিতে হবে। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে উপকৃত হয়ে বহু মহিলা দলের সভা সমিতিতে যোগ দিচ্ছেন। তাঁদের সংগঠিত করার ক্ষেত্রে জোর দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ।

আরও পড়ুন-শ্রমিকদের উপস্থিতি উন্নয়নের প্রমাণ

এ-বিষয়ে মন্ত্রী আরও বলেন, “মহিলারা আমাদের দলের সম্পদ। মহিলাদের নিয়েই এগিয়ে যাবে বাংলা। আমাদের কিছু ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলোকে মেরামত করে যাতে আরও বেশি করে মহিলা সংগঠনকে শক্তিশালী করতে পারি।” বৈঠকে উপস্থিত জেলা সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা বলেন, ‘আমাদের সমস্ত ব্লক সভানেত্রী ও ৪ সহ-সভানেত্রীদের নিয়ে বৈঠক হল। তাঁদের নিয়ে আগামী দিনের সমস্ত কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে।’ আমরা দলীয় কর্মসূচি, আন্দোলন ও সংগঠনের কাজ একই সঙ্গে চালিয়ে যাব। এদিনের বৈঠকে মন্ত্রী ও জেলা সভানেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

Latest article