শ্রমিকদের উপস্থিতি উন্নয়নের প্রমাণ

চা-শ্রমিকদের উপস্থিতিই প্রমাণ করল উন্নয়ন করেছে রাজ্য সরকার। সোমবার নকশালবাড়ির আদিবাসী ময়দানে চা-বাগান শ্রমিক সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : চা-শ্রমিকদের উপস্থিতিই প্রমাণ করল উন্নয়ন করেছে রাজ্য সরকার। সোমবার নকশালবাড়ির আদিবাসী ময়দানে চা-বাগান শ্রমিক সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়। ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শ্রম ও আইন দফতরের মন্ত্রী মলয় ঘটক, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী ও আইএনটিটিইউসির দার্জিলিং জেলা সভাপতি নির্জল দে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বৈঠকে ভার্চুয়ালি যোগ

মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘বাম আমলে মজুরি বৃদ্ধি হয়নি চা-শ্রমিকদের। আর বিজেপি শুধু মূল্যবৃদ্ধি করেছে।’’ পাশাপাশি আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী বন্ধ চা-বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু রাজ্য সরকার বন্ধ চা-বাগান খোলার ব্যাপারে উদ্যোগী হয়েছে এবং চা-বাগান খুলেছে। এই সভায় উপস্থিত ছিলেন পাপিয়া ঘোষ, নির্জল দে, নকুল সোনার, বীরেন্দ্র বরা ওঁরাও, অলোক চক্রবর্তী, দীপক প্রধান, এন বি খাওয়াস, মান্নালাল জৈন, মোসারফ হোসেন, বাদল দাশগুপ্ত প্রমুখ।

Latest article