মুখ্যমন্ত্রীর বৈঠকে ভার্চুয়ালি যোগ

ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। মহানগর নয়, একই দিনে রাজ্যের বাকি জেলাগুলিতেও ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে হবে মিছিল।

Must read

সংবাদদাতা, বালুরঘাট ও রায়গঞ্জ : ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। মহানগর নয়, একই দিনে রাজ্যের বাকি জেলাগুলিতেও ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে হবে মিছিল। সোমবার পুজো উদ্যোক্তাদের নিয়ে নেতাজি ইনডোরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের বালুছায়া অডিটোরিয়াম থেকে পুজো উদ্যোক্তারা ভার্চুয়ালি ওই বৈঠকে যোগ দেন।

আরও পড়ুন-সবজি ও ধানচাষের বিপুল ক্ষতির আশঙ্কা, গালুডি ব্যারেজের জলে প্লাবিত ঝাড়গ্রাম

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ডিএম, এসপি, আইসি, ওসি ও উদ্যোক্তাদের উদ্দেশে তাঁর বার্তা, ‘প্রতি জেলায় কলকাতার মতো মিছিল করুন। বালুরঘাট থেকে ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি ললিতা টিগ্গা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর গাইড লাইন তৈরি করে দিয়েছেন। সেই দিকগুলি মাথায় রেখেই শুরু হবে প্রস্তুতি।’

আরও পড়ুন-বিশ্বভারতী কারণ দর্শানোর নোটিশ দিল ২ অধ্যাপককে

এদিন রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে ভার্চুয়ালি এই বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি জেলাশাসক অরবিন্দকুমার মীনা, পুলিশ সুপার সানা আখতার, সভাধিপতি কবিতা বর্মন, রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ-পুরপ্রশাসক অরিন্দম সরকার, সরকারি বিভিন্ন দফতরের আধিকারিক-সহ বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা।

Latest article