মিয়ামি, ২২ অগাস্ট : ফের চমক রমেশবাবু প্রজ্ঞানন্দ। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে চৌষট্টি খোপের লড়াইয়ে হারাল ভারতীয় খুদে গ্র্যান্ডমাস্টার। তবে এফটিএক্স ক্রিপ্টো কাপ ফাইনাল রাউন্ডে কার্লসেনকে ৪-২ পয়েন্টে হারালেও, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করলেন ১৭ বছর বয়সী দাবাড়ু। ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সেই কার্লসেন।
আরও পড়ুন-মহাকাশে প্রথম জনজাতি নারী
বছরের শুরুর দিকে এয়ারথিং মাস্টার্সে কার্লসেনকে হারিয়েছিল প্রজ্ঞানন্দ। তারপর চেজেবেল মাস্টার্সে সাদা-কালো বোর্ডে বিশ্বচ্যাম্পিয়নকে মাত করেছিল ভারতীয় খুদে দাবাড়ু। আর এখন ক্রিপ্টো কাপ ফাইনালে ফের কার্লসেনকে হারিয়ে হ্যাটট্রিক করল দাবার বিস্ময় বালক। এদিন ফাইনালে প্রথম দু’টি গেমে স্কোর ড্র থাকলেও তিন নম্বর গেমে এগিয়ে যান বিশ্বের কার্লসেন। কিন্তু পরপর তিনটি গেম জিতে কিস্তিমাত করে প্রজ্ঞানন্দ। ফাইনালে জয়ের পর প্রজ্ঞার বক্তব্য, “শেষ কয়েক দিনে আমি আরও ভাল পারফরম্যান্স করতে পারতাম। কিন্তু দ্বিতীয় স্থানও খারাপ নয়।” এদিকে, ট্যুইট করে প্রজ্ঞার পারফরম্যান্সের প্রশংসা করেছেন তাঁর কোচ আর বি রমেশ।